ভাবছি আপাদমস্তক নিজেকে পাল্টে নেব
বিষাক্ত অক্সিজেন, ধুলো-ময়লা আর পার্থিব সব কালিমায়
ধড়ফড়ানো হৃৎপিণ্ডটা খুলে রেখে যাব
ছোট্ট একটা বাক্সে রেখে যাব নষ্ট চোখ দুটো
শিরায় শিরায় ফুটতে থাকা বিষাক্ত লাল রক্তের ঢেউ
খুলে দেব সবকটা ধমনীর বাঁধ
আপাদমস্তক নিজেকে পাল্টে নেব,
দেখো, ঠিক পাল্টে নেব
নতুন হৃৎপিণ্ডটায় কেবল তরতাজা রক্তের চলাচল
ফুসফুসে থাকবে না জীবাণুর ছিটেফোঁটা
দুচোখ জুড়ে আসমান-জমিনের শুভ্র দিগন্ত
মস্তিষ্কের বাম-ডান, সবটুকুজুড়েই শুধু আমি
স্বাধীন আমি।
একদিন আমি ঠিক পাল্টে যাব, দেখো..
কবিতা: একদিন ঠিক পাল্টে যাব...
রচনাকাল: ২০ ডিসেম্বর, ২০১৮