ব্যথাতুর এই হৃদয়
আর কখনো ভালোবাসতে শেখেনি।
জীবনের কঠিন অবিচারের পাঠ শেষেও
আমি ধৈর্য ধরে আছি, দাঁতে দাঁত চেপে।
প্রিয়জনেরা বিদায় নিয়েছে একে একে
কিন্তু খোদাই করে রাখা তাদের ভালোবাসা
এখনো জমে আছে, সেই আগের মতোই।
এখনো বেঁচে আছে, একেবারে জীবন্ত।
ওহে প্রিয় মুখ, প্রিয় মানুষেরা!
হৃদয়ের এই ভার, তোমরা ছাড়া আর কে হালকা করবে?
কীভাবে কাঁদতে হয় সেটাই শুধু শেখালে
কিন্তু কীভাবে হাসতে হয়
সেটা শেখাতে ভুলে গেলে!
ভালোবাসতে শেখালে
অতঃপর যখন হৃদয়গুলো একত্রিত হলো
বিনা নোটিসে বিদায় নিয়ে চলে গেলে।
কবিতা: আলেপ্পোর মৃত্যু (Death Of Aleppo ডকুমেন্টারি থেকে ভাবানুবাদ)
রচনাকাল: ৮ ডিসেম্বর, ২০১৯
আলেপ্পোর মৃত্যু
- Bookmark Publication
- Sunday 08 December 2019
- 1 MIN READ