মানুষের মুখ খুব শক্তিশালী এক জিনিস। মানুষ যেটা বলে সেটার একটা প্রভাব আছে।

অভিজ্ঞতা থেকে দেখেছি একটা ছেলেকে ক্ষেপানোর জন্য বলা হতো, অমুক মেয়ের সাথে তুই প্রেম করিস। কদিন পরে সত্যি সত্যি তারা প্রেম করা শুরু করে দিয়েছিল।

স্বামী-স্ত্রীর মনোমালিন্যর সময় হয়ত স্ত্রী আফসোস করে বলল, আমি পুরোনো হয়ে গেছি - এখন তো আর আমাকে ভালো লাগবে না।

সত্যি সত্যি দেখা যাবে কদিন পরে স্বামীর ঠিক ওই জিনিসটাই মনে হতে থাকবে। অথচ হয়ত সে এ ব্যাপারে আগে ভাবেইনি।

একটা ছেলেকে পরিবারের সবাই বলে, তুই কোনো কাজের না - দেখা যাবে ছেলেটা আসলেই কিছু করতে পারছে না।

এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হয় ভালো কথা বলো নয়ত চুপ থাক।

আমাদের জীবনের বহু ভালো পরিস্থিতি খারাপ থেকে খারাপ হয়েছে শুধুমাত্র আমাদের কথার কারণে।

জিহবা সাবধান ভাইয়েরা। মুখ সাবধান বোনেরা।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাটাকে দাম দিই - সংসারে শান্তি আসবে, আয়ে বারাকাহ আসবে।


18/02/2020, 15:13