কেউ কখনো ইতিহাসের বই পড়েছেন?
- যখন হালাকু খান বাগদাদ ধ্বংস করে টাইগ্রিস নদীর পানিকে কালো আর লাল রঙে রঞ্জিত করেছিলো।
- কিংবা যখন প্রথম ক্রুসেড যুদ্ধে পুরো জেরুজালেম নগরী রক্তে প্লাবিত হয়েছিলো।
- অথবা স্পেনের ইসাবেলা যখন নিষ্ঠুরতার সাথে এক এক করে সব মুসলিমকে হয় হত্যা নতুবা ধর্মান্তরিত করেছিলো।
কখনো পড়ে দেখেছেন সেই সময়কার মুসলিম শাসকদের কথা, সাধারণ মুসলিমদের কথা- উল্লেখ করতে গিয়ে আমাদের মুসলিম ইতিহাসবিদরা কী ধরনের শব্দচয়ন করেছেন? পড়ে যে কারো মনে হবে সে সময় মুসলিমরা হয় মুনাফিক ছিল নতুবা নামকাওয়াস্তে মুসলিম ছিল। না হলে একজন মুসলিম এতোটা দুনিয়াবিলাসী, এতোটা ভীতু হয় কী করে? তারিখের কিতাবে তাদের ইলম সাধনার কথা, ধন-দৌলতের কথা খুব কমই আছে। আছে কেবল তাদের কাপুরুষতার নির্দয় বিবরণ।
একদিন আমরা থাকব না। পৃথিবী থাকবে। আমাদের ইতিহাসও কেউ না কেউ পড়বে। হয়তো আমাদেরই কোনো উত্তরসূরী সে ইতিহাস পড়তে গিয়ে আমাদের মুনাফিকতায় বিস্মিত হবে।
আমাদের ঘৃণা করবে।
28/01/2020, 22:33